পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর মন্নানের মনোনয়ন দাখিল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচন  আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে  নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এম এ মন্নানের মনোনয়ন   পএ গতকাল দুপুর উপজেলা নির্বাচনী কর্মকর্তা আরাফাত আল হোসাইনীর কাছে  দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন আবদুর রহমান মাষ্টার, আছাব উদ্দিন, মোঃ লোক মান, আবদুল আলিম সওদাগর প্রমুখ। কাউন্সিলর এম এ মন্নান বলেন, জনগণের ভালোবাসায় ৮ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আবদুল মন্নান বলেন, পটিয়া পৌরসভার মধ্যে ৮ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে। ষড়যন্ত্রকারীরা মিথ্যাচার করতে পারে জনগণ'কে সচেতন থাকতে হবে। তিনি আগামী ১৪ ফেব্রুয়ারী পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মানুষের সাধারণ সেবা নিশ্চিত করতে পুর্নরায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ