মোহনগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আজহারুল ইসলাম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার   বিভিন্ন স্থানে গরীব অসহায় শীতার্তদের মাঝে ১৮০০ কম্বল বিতরণ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব  বাংলাদেশ বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।

সোমবার  বেলা ১১টায় প্রথমে পৌর কমিউনিটি সেন্টারে পৌরসভার গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয় , বেলা ২টায় ৩ নং তেতুলিয়া  ইউনিয়নের তেতুলিয়া গ্রামে ও পরে উপজেলার  অন্যান্য স্থানে অসহায়দের মাঝে এ কম্বল বিতরন করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নবনির্বাচিত  পৌর মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, বারহাট্টা সার্কেল সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ দত, ইউ পি চেয়ারম্যান আবু বকরসিদ্দিক,নবনির্বাচিন পৌর কমিশনারগনসহ উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের  সকল নেত্রীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ