রাজশাহী ব্যুরো: নাটোর সিংড়ায় ট্রাক্টরের ধাক্কায় রামানন্দ খাজুরা ইউনিয়নে রাকিবুল ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল উপজেলার তালহারা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী জানান, বাড়ির পার্শে ভেকু দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। শিশু টি মাটি কাটা দেখতে পুকুরের পার্শে যায়। বাড়িতে ফেরার পথে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় সে গুরুতর আহত হয়। এসময় ট্রাক্টর ড্রাইভার ও সহযোগি গাড়ি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা রাকিবুল কে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে ৷