বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুন্দরবন ভ্রমণ

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ মুজিব বর্ষের কর্মসূচির অংশ ও দলের ১৮ বৎসর পদার্পন উপলক্ষে, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ জহির উদ্দিন মবু ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশের নেতৃত্বে।শুক্রবার (৮ জানুয়ারি) সকালে
সুন্দরবন  পরিদর্শন করেছেন।
এসময়ে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জাতীয় কমিটির সদস্য শাহানারা খাতুন শানু,ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি অন্যন্যা আক্তার শিলা, ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান, নরশিংদী জেলা সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ চৌধুরী, জয়পুরহাট জেলা সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন।
সাতক্ষীরা জেলা সহ-সভাপতি ইমাম হোসেন, যুগ্নসাধারন সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুল হক,
হোমিও চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ডাঃ এ আর হাবিব ও সাধারণ সম্পাদক ডাঃ নাছিম আহমেদ,

আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখা সহ-সভাপতি এড. আজিবর রহমান ও সাংগঠনিক সম্পাদক এড. সুনীল ঘোষ, মৎস্যজীবী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহসান, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি আব্দুর রহমান, কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি সংকর মিস্ত্রী, আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সদস্যগণ সুন্দরবন ভ্রমণের প্রাক্কালে পথিমধ্যে,  সকাল ১০টায় কুলিয়া ব্রীজ সংলগ্ন শহীদ মিনার চত্বরে দেবহাটা উপজেলা শাখার আয়োজনে উপজেলা সভাপতি মহিউদ্দীন আহমেদ লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায়, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা, মিজানুর রহমান, অনিতা মন্ডল সহ উপজেলার নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। 

এরপর বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলায়,
বঙ্গবন্ধু আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়। 

এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সভাপতি মুকুল বিশ্বাস, সাধারণ সম্পাদক বিক্রম পাত্র, সহসভাপতি রুহুল আমিন রয়েল, এবিএম জালাল, রিপন ইসলাম।

দুপুর ২টায় শ্যামনগরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সভাপতি জিএম আব্দুল গফুর, মেহেদি হসান, ইন্দ্রজিৎ মন্ডল, জয়ন্তু মন্ডল, কৃঞ্চ চন্দ্র মন্ডল প্রমুখ। 
এর পর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সদস্যগণ সুন্দরবন পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ