বেলাল উদ্দিন স্টাফ রিপোর্টার:ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন রূপনগর সমাজ কল্যাণ সমিতি ইপিজেড থানা কমিটির উদ্যোগে ০৮ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ তারিখে বিকাল ৩.০০ ঘটিকায় বন্দর নগরী ইপিজেড মোড় বে শপিং সেন্টার এর সামনে ইপিজেড থানা কমিটির সভাপতি সাফায়াত উল্লাহ মজুমদার শুভ এর সভাপতিত্বে, ইপিজেড থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহেদ হোসেন এর সঞ্চালনায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ ভিপি জাকের আহমেদ খোকন, রূপনগর সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ, মানবাধিকার কমিশন ইপিজেড থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন রাসেল, রূপনগর সমাজ কল্যাণ সমিতি সন্দ্বীপ থানা কমিটির সভাপতি বিপ্লব দাশ, ইপিজেড থানা যুব লীগের সদস্য মোঃ রাসেল, রূপনগর সমাজ কল্যাণ সমিতি পতেঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমানুল ইসলাম, দপ্তর সম্পাদক
মোঃ মিজান,৩৯ নং ওয়ার্ড মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ ফারুক হোসেন সুমন, রূপনগর সমাজ কল্যাণ সমিতি বন্দর থানা কমিটি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহনাজ পারভীন,রূপনগর সমাজ কল্যান সমিতি ইপিজেড থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল,রুহুল আমিন রুহুল, রাব্বি, ছাত্রলীগ নেতা মোঃ ওসমান গণি, মোঃ জাফর ইসলাম,মোঃ ইমরান, শাহাদাত হোসেন, মোঃ আসিফ,অনিক, শাহাদাত হোসেন সুজন, সুপম চাকমা, মোঃ রিফাত, রাজন হোসেন, জাহিদ হোসেন, মোঃ জাকির হোসেন রনি, মোঃ সাকিব প্রমুখ।
মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতারা বলেন, বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে বলেন "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে"। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সাথে একাত্মতা প্রকাশের মাধ্যমে রূপনগর সমাজ কল্যাণ সমিতি মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিকে সাধুবাদ ও অভিনন্দন জানায়। মাদকের বিরুদ্ধে দেশের সকলকে যুদ্ধ ঘোষণা করে যুব সমাজের মঙ্গল করার আহবান জানান।