সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের উদ্যােগে কুসুমপুরা ইউনিয়ন অসহায় ও শীতার্তদের মাঝে মাস্ক ও কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু শাহাদাত মোহাম্মদ সায়েম সভাপতিত্বে
ও পরিচালনা করেন পটিয়া বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন সাদী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যুববীর মুহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন দেশরত্ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন।বিশেষ অথিতি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক মুক্তার আহমেদ আরিফ, পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের সভাপতি দিদারুল হক জসিম, সাধারন সম্পাদক আজিজুল হক মানিক।এতে আরো বক্তব্য রাখেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, পটিয়া উপজেলা যুবলীগ নেতা সিদ্ধার্ত বড়ুয়া, মোহাম্মদ সাইফু, উজ্জ্বল ঘোষ, মোঃ বাদশা মিয়া, ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ। প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন,ভালো থাকা মানুষগুলোর উচিত, ভালো থাকার নেয়ামত ও রহমতের শুকরিয়া স্বরূপ অসহায় মানুষের অভাব ও দুঃখরোধে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা।বাড়ির পাশে যে কোনো অসহায় প্রতিবেশির খোঁজ নেয়া। যাদের অতিরিক্ত শীতের কাপড় আছে প্রতিবেশি বস্ত্রহীন মানুষকে তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। এটা মানুষের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তশালীদের অসহায় শীতার্ত গরীব মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান বদিউল আলম।