সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সরকার তথা জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০-২০২১ সালকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনের জন্যে ঘোষনা করেন। ১৯২০ সালের ১৭মার্চ বঙ্গবন্ধু জন্মগ্রহন করেন আবার ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পন করবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বঙ্গবন্ধুর অবদান নিশেষ তাৎপর্য বহন করে। এ উপলক্ষে্য "মুজিব বর্ষ" পালনের সিদ্ধান্ত গৃহীত হয় যা ২০২১ এর ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
বিশ্বব্যাপী৷ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রর্দূভাবে বাংলাদেশ সটকার মুজিব বর্ষ বাস্তবায়নের এই মহামারি মোকাবিলায় জোর দেন।
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্ট, খুলনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং-এ বৈশ্বিক মহামারী কোভিট-১৯ পরিস্থিতির প্রেক্ষিতে জনগনকে সচেতন করার জন্য র্যালি,৷ মাস্ক এবং লিফলেট বিতরনসহ ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পটিচ্ছন্নতা অভিযান এবং দরিদ্র মানুষের ৃাঝে শীতবস্ত্র বিতরনের এ আয়োজন।
বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট, খুলনা কতৃক আয়োজিত রেজিমেন্টের আওতাধীন যশোর জেলার এ কর্মসূচি শুভ উদ্ভদন করেন প্রফেসর ড.মোল্লা আমির হোসেন, চেয়ারম্যান যশোর শিক্ষাবোর্ড।
উক্ত ক্যাম্পিং-এ আরও উপস্থিত ছিলেন
১)মেজর মোঃ জসীমউদ্দিন, জি রেজিমেন্ট কমান্ডার, সুন্দরবন রেজিমেন্ট, খুলনা।
২)স্কোয়াড্রন লীডার জহির আহমাদ, এ্যাডজুডেন্ট ২৩ বিএনসিসি ব্যাটালিয়ন, শানতলা-যশোর।
৩) বিএনসিসি ও লেঃ সোলজার রহমান, সরকারি এমএম কলেজ, যশোর।
৪) পিইউও রফিকুল
৫) পিইউও শরিফুল