সুন্দরবন প্রেস ক্লাবের পক্ষ থেকে লিডার্স এর নির্বাহী প‌রিচালক‌কে সংবর্ধনা প্রদান

হুদা মালী শ্যামনগর প্রতিনিধি:  স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ‌্যা‌নেল আই এর'এ্যাগ্রো অ্যাওয়ার্ড' ২০২০ পুরস্কারে ভূষিত হ‌য়ে‌ছে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স।
এই পুরষ্কা‌রে ভূ‌ষিত হওয়ার জন‌্য লিডার্স এর নির্বাহী প‌রিচালক মোহন কুমার মণ্ডল‌ কে লিডাসের নিজস্ব কাযলয়ে ১৭ জানুয়া‌রি ২০২১ সংবর্ধনা প্রদান ক‌রে‌ন সুন্দরবন প্রেস ক্লাব । সংবর্ধনা অনুষ্ঠা‌নে সভাপতিত্বে করেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি আয়ূব আলী, প্রধান অতিথি উপ‌স্থিত ছি‌লেন সুন্দরবন প্রেস ক্লাবের উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম, সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম,কাযনিবাহি সদস্য আব্দুল্লাহ আল মামুন,সাংবাদিক মনিরুজ্জামান (জুলেট), ত্রিদীপ সরদার,সহ ও লিডার্স প‌রিবা‌রের সকল কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ