বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)'র ২৫০ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা ব্যবস্থাপনায় ২৫০ সুবিধাবঞ্চিত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তাদির হোসেন মিসবাহ'র পিতা মরহুম ডাঃ তোফাজ্জল হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারই অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়।

নিসচা বড়লেখা উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, নিসচা উপদেষ্টা কাউন্সিলর জেহীন সিদ্দিকী,বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শুভ, শুভাকাঙ্ক্ষী অপুজিৎ সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ