মোঃ আওলাদ হোসেন,জেলা প্রতিনিধি,ভোলা (দৌলতখান) প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের মতো দ্বিতীয় ধাপের নির্বাচনে জয়ের সুখবর বজায় রেখেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকির হোসের তালুকদার। দ্বিতীয় ধাপে আজ শনিবার পৌরসভা নির্বাচন হয়। আজ সকাল ৮টা থেকে দৌলতখান পৌরসভায় ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ করা হয় বিকেল ৪টা পর্যন্ত। আওয়ামী লীগের যাঁরা জয়ী : আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে জয়ী হয়েছেন- জাকির হোসেন তালুকদার। কাউন্সিলর পদে জয়ী হলেন যারাঃ ১নং ওয়ার্ডে মোঃ সিরাজ, ২নং ওয়ার্ডে মোঃ আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ডে মোঃ হাসান মাহমুদ, ৪নং ওয়ার্ডে এস এম নুরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে ফয়জুল্লাহ ফয়েজ, ৬নং ওয়ার্ডে মোঃ জাকির হোসেন, ৭নং ওয়ার্ডে মোছলেহ উদ্দিন, ৮নং ওয়ার্ডে নুরে আলম ফরাজি, ৯নং ওয়ার্ডে মোঃমিজানুর রহমান রিপন। মহিলা কাউন্সিলর পদে যারা জয়ী হলেনঃ ১,২ ও ৩ নং ওয়ার্ডে সালমা বেগম। ৪,৫ ও ৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নাহিদা পারভিন। ৭,৮ ও ৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আমেনা বেগম।