ক্রীড়া ডেস্কঃ করোনার মধ্যে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট ছিল না। ভারত-অস্ট্রেলিয়া টেস্টে দৃশ্যটা দেখে 'দুধের সাধ ঘোলে মেটাতে' হয়েছে। ব্যাটসম্যানের নিকটতম দুই প্রতিবেশী—সিলি পয়েন্ট ও শর্ট লেগ। তাদের রেখে বল করেছেন দুই দলের স্পিনার। সেই দৃশ্যটা যদি দেখা যায় ওয়ানডেতে, তা-ও সাকিব আল হাসানের সৌজন্যে! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে বেশির ভাগ সময় এ দুটি পজিশনে ফিল্ডার রেখে বল করেছেন সাকিব। এই ওয়েস্ট ইন্ডিজ হোক না কেন নিখাদ ক্যারিবীয় ব্যাটিংয়ের খোলস, তবু ১০ মাসের বেশি সময় পর দেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচে বোলারদের এই আক্রমণাত্মক মনোভাব ভালো লাগবেই। আরও পড়ুনঃ বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাকিবেরও নিশ্চয়ই ভালো লেগেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন দেশের হয়ে। ৭.২-২-৮-৪ বোলিং ফিগার বলছে এই উপলক্ষ তিনি ভালোই রাঙিয়েছেন। পোলার্ড-হেটমায়াররা যদি থাকতেন তাহলে হয়তো লড়াই আরও জমত। কিন্তু এই ম্যাড়মেড়ে লড়াইয়েও তো বলটা ঠিক জায়গায় ফেলতে হয়, ফিল্ডার বুঝে বল করতে হয়! বোলিংয়ের এই মৌলিক অনুমিতি মেনেই আজ দারুণ এক রেকর্ড গড়েছেন সাকিব। বলা ভালো, নিজের রেকর্ড তিনি নিজেই ভেঙেছেন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ইনিংসে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড আগেও সাকিবেরই ছিল। আজ সে রেকর্ডই আরও সুশ্রী করলেন তিনি