আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার থেকে আজ ২০ই জানুয়ারী বুধবার বেলা ১১টার সময় তাসিন, বয়স (২৪ দিন) নামে এক নবজাজতক শিশু চুরি করে নিয়ে গিয়েছে এনজিও কর্মী পরিচয়ে। তাসিন শার্শার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম ও জান্নাতুল খাতুন দম্পত্তির ছেলে সন্তান।
তাসিনের পিতা আশরাফুল ইসলামের ভাষ্য অনুযায়ী নাম ঠিকানা না জানা অপরিচিতা এক মহিলা ১৫ দিন আগে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দিবে বলে প্রলোভন দেখায়। সেই অনুযায়ী অপরিচিতা সেই এনজিও মহিলা আজ ২০ই জানুয়ারী বুধবার সকালে আশরাফুলের বাসায় গিয়ে ১০হাজার টাকা দিবে বলে তাসিনের মাতা ও দাদাকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে।
এক পর্যায়ে উভয়ে নাস্তা করার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করলে অপরিচিতা মহিলা তাসিনের মাতা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করায় এবং তাসিন কে নিজের কাছে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পালিয়ে যায়।
বাগআঁচড়ার লোকজন ঘটনার সাথে সাথে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে সাথে সাথে পুলিশ এসে ঘটনার তদন্তে নামেন, তবে এখনও পর্যন্ত বাচ্চাটির কোন সন্ধান মেলেনি।
এ ঘটনায় তাসকিনের মা এখনো পর্যন্ত শোকে বিহ্বল হয়ে আছে।