আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামের বাগের মোড় পাকা রাস্তার উপর থেকে ৪কেজি গাঁজাসহ ২ জন মহিলাকে আটক করেছে, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৫-০১-২০২১ইং তারিখে সকালে বাঁকড়া টু ঝাঁপা উজ্জ্বলপুর বাগের
মোড় সড়কের পাকা রাস্তার উপর থেকে
জইরন বেগম ও মাহফুজা বেগম নামে ২ জন মহিলাকে আটক করা হয়েছে। দুই মহিলাদের
গ্রাম পুলিশ দিয়ে শরীর তল্লাশি করে, তাদের কাছে অভিনব কায়দায় লুকিয়ে থাকা ৪ কেজি
গাঁজা পাওয়া যায়।
আটককৃতরা হলেন, জইরন বেগম বেনাপোল পোর্ট থানার গাজীপুর মধ্য পাড়ার ইনছার মুন্সীর ভাড়াটিয়া। তার স্বামীর নাম ইসহক মোড়ল এবং মাহফুজা বেগম বেনাপোল পোর্ট থানার এপি দূর্গাপুরের পিকে এসের সামনে মান্দার গাজীর কন্যা ও তার তালাক প্রাপ্ত স্বামী
আব্দুস সাত্তার। তাদের স্থায়ী কোন ঠিকানা নেই।
তারা পেশাদার মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। মামলা নং ১৭, তারিখ -২৫-০১-২০২১ ইং।
