মোঃ লাতিফুল আজম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলাধীন ৮নং গাড়াগ্রাম ইউনিয়নের সাবেক ৩ নং ওয়ার্ড যা বর্তমান ৬ ,৮ ও ৯ ন়ং ওয়ার্ড নিয়ে সংরক্ষিত মহিলা আসন নতুন করে সাবেক ৩ নং ওয়ার্ড (৬,৮ ও ৯) কে বিন্যাস না করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন এলাকাবাসি । এ ব্যাপারে এলাকাবাসী একটি যৌথ স্বাক্ষরিত লিখিত অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার ,সচিবালয় বরাবর প্রেরণ করেছেন। বৃহস্পতিবার সকালে গাড়াগ্রাম ইউনিয়নের পুরাতন টেপার হাট ও গণেশের বাজারে সাবেক ৩ নং ওয়ার্ডের জনগণ এ বিক্ষোভ করেন । এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী সামাদ মহব্বত, শেফালী বলেন ,সংরক্ষিত মহিলা আসন ৬,৮ ও ৯নং ওয়ার্ড ঠিক রেখে পূর্বের ন্যায় ইউপি নির্বাচন করার জন্য জোড় দাবি জানাচ্ছি। ওই সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যা হাসিনা বেগম জানান ,সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিকটবর্তী ওয়ার্ড নিয়ে সংরক্ষিত মহিলা আসন গঠন করা হয , ইতোমধ্যে দূরবর্তী ওয়ার্ড নিয়ে নতুন করে ওয়ার্ড বিন্যাসের নামে কতিপয় লোক স্বার্থসিদ্ধি হাসিলের জন্য এলাকায় বৈষম্য সৃষ্টি করার জন্য পাঁয়তারা করতেছে ।অপর দিকে ওয়ার্ড বিভক্ত করা হলে এ এলাকার সাধারণ মানুষ সরকারি নানা সেবা থেকে বঞ্চিত হবে। ইউনিয়ন পর্যায়ের সেবা পেতে হয়রানি হবে। ওয়ার্ড বিভক্তির নামে বৈষম্য সৃষ্টি না করে বর্তমানে ৬,৮ ও ৯ সংরক্ষিত মহিলা আসন পূর্বের ন্যায় ঠিক রেখে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হোক এ মর্মে আমি জোর দাবি জানাচ্ছি । গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক জানান, ওয়ার্ড বিন্যাস করলে জনগণের ভোগান্তি বাড়বে । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম জানান, উক্ত অভিযোগ তদন্ত করে, তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।
