নওগাঁর আত্রাইয়ের সোনালী ব্যাংক সাফল্যের শিখরে আত্রাই শাখায় কেক কেটে উদযাপন


মোঃ ফিরোজ হোসাইন,রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে কেক কেটে সোনালী ব্যাংকের শীর্ষস্থান উদযাপন করা হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সোনালী ব্যাংক আত্রাই শাখার আয়োজনে ব্যাংকের মধ্যে কেক কাটেন ব্যবস্থাপক এ বি এম আঃ হাকিম। এসময় ব্যাংকের সিনিয়র অফিসার জাহাঙ্গীর আলম, আবু শাহীন, ফজলুল হকসহ কর্মরত অফিস স্টাফ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপক এ বি এম আঃ হাকিম জানান, দৃপ্ত শপথ মুজিববর্ষে, আমরা যাবো সবার শীর্ষে প্রতিপাদ্যে সোনালী ব্যাংক লিমিটেড ২০২০ সনে লক্ষমাত্রা নির্ধারণ করে সেবা কার্যক্রম শুরু করে।

লক্ষ্যে অনুযায়ী গত বছর ২ হাজার ১ শত পঁচাত্তর কোটি টাকা মুনাফা অর্জন করে তপশীলি সকল ব্যাংকের শীর্ষে অবস্থান করে। উক্ত শীর্ষস্থান ধরে রাখতে গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ দিতে সোনালী ব্যাংক কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ