মোঃ ফিরোজ হোসাইন,রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে কেক কেটে সোনালী ব্যাংকের শীর্ষস্থান উদযাপন করা হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সোনালী ব্যাংক আত্রাই শাখার আয়োজনে ব্যাংকের মধ্যে কেক কাটেন ব্যবস্থাপক এ বি এম আঃ হাকিম। এসময় ব্যাংকের সিনিয়র অফিসার জাহাঙ্গীর আলম, আবু শাহীন, ফজলুল হকসহ কর্মরত অফিস স্টাফ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপক এ বি এম আঃ হাকিম জানান, দৃপ্ত শপথ মুজিববর্ষে, আমরা যাবো সবার শীর্ষে প্রতিপাদ্যে সোনালী ব্যাংক লিমিটেড ২০২০ সনে লক্ষমাত্রা নির্ধারণ করে সেবা কার্যক্রম শুরু করে।
লক্ষ্যে অনুযায়ী গত বছর ২ হাজার ১ শত পঁচাত্তর কোটি টাকা মুনাফা অর্জন করে তপশীলি সকল ব্যাংকের শীর্ষে অবস্থান করে। উক্ত শীর্ষস্থান ধরে রাখতে গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ দিতে সোনালী ব্যাংক কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহন করেন।