মোঃ রবিউল হোসাইন সবুজ,লাকসাম প্রতিনিধিঃ কুমিলায় লাকসামে মিশুক ও ট্রাকের এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ( ৯ঠা জানুয়ারি)রোজ শনিবার সকাল ১১টা লাকসাম বি. এস. টাওয়ারের সামনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
এসময় অটো-চালিত মিশুক রিকশায় যাত্রীসহ ৩ জন আহত হয়। লাকসাম বাইপাস থেকে দৌলতঞ্জন বাজার উদ্দেশ্যে অটো চালিত মিশুক যাচ্ছিল এমন সময় ট্রাক রাস্তায় ধাক্কা দেয়। আর সাথে সাথে যাত্রীসহ গাড়ির চালক পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে এনে চিকিৎসা সেবা প্রদান করেন। অটো-চালিত মিশুকতে থাকা দুই জন যাত্রী এবং চালক অক্ষত রয়েছেন।
এই বিষয়ে অটোরিকশা চালক জানান, লাকসাম বাইপাস থেকে দৌলতঞ্জন বাজার উদ্দেশ্যে যাচ্ছি এমন সময় পথে এমন র্দূঘটনার শিকার হই। আমি সকলের নিকট দোয়া কামনা করছি।