দক্ষিণ হালিশহর ওয়ার্ডে নৌকার সমর্থনে আঃলীগ দলীয় কাউন্সিলরদের গণ সংযোগ

হাসান রিফাত, চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডে আঃ লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজী জিয়াউল হক সমুন(লাটিম), মহিলা কাউন্সিলর প্রার্থী মিসেস শাহানুর বেগম (গ্লাস) প্রতীকে এবং মেয়র পদে রেজাউল করিম কে নৌকার পক্ষে ভোট চেয়ে ওয়ার্ডের এ.ইউনিটি (এমপিভি গেইট)এলাকায় বিকেল ৩টা থেকে গন সংযোগ শুরু করে । 

এসময় মহিলা আঃলীগের সভানেত্রী মিসেস শারমিন সুলতানা, নাছিমা আক্তার,রুমানা আক্তার, নিলুপার ইয়াছমিন সহ দলীয় নেতৃবৃন্দ গনসংযোগ কালে উপস্থিত ছিলেন। ১৩জানুয়ারী বুধবার বিকেলে গনসংযোগ শুরু হয়ে বন্দরটিলাস্থ চসিক কাউন্সিলর কার্যালয় সামনে এসে শেষ হয় বলে দলীয় সুত্রে জানাই।
সকলেই দলীয় প্রার্থীদের ভোট দিয়ে আবারো জনগণের সেবা করার সুযোগ দিতে  অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ