মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ফিহাদ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে ও হৃদয় (২০) এক যুবকের পা শরীর থেকে আলাদা হয়ে গেছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিহাদ শহরের দিয়ার ধানগড়া মহল্লার নিখিল সর্দারের ছেলে এবং সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। হত হৃদয় মাহমুদপুর মহল্লারজাহাঙ্গীরের ছেলে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহা উদ্দিন ফারুকী জানান, মোটরসাইকেলে করে হৃদয় ও ফিহাদ ঢাকা রুটে যাচ্ছিলেন। পথে মালশাপাড়া কবরস্থান এলাকায় এলে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দু'জনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে
ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে ফিহাদের মৃত্যু হয়। এদিকে আহত হৃদয়ের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।