খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধানঃ
কোটচাঁদপুরের নজীর বিহীন নির্বাচন। পৌর বাসীর ভালোবাসায় সিগ্ধ হলেন পৌর পিতা মোঃ সহিদুজ্জামান সেলিম। ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী কোটচাঁদপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হলো ৩০ শে জানুয়ারী শনিবার। ইতিহাস সৃষ্টিকারী অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দেবার জন্য কোটচাঁদপুর পৌর বাসী ধন্যবাদ জানান ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মুনতাসিরুল ইসলাম ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ রকোনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল জনাব মোঃ মোহামিনুল ইসলাম, ঝিনাইদহ র্যাব ৬, ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ার হোসেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান রিপন, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ মাহবুবুল আলম সহ উপজেলা প্রশাসনে সকল কর্মকর্তা কর্মচারী, ঝিনাইদহ জেলায় কর্মরত ইলেকট্রিক মিডিয়া, গণমাধ্যম, প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ভাই দের কে । নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সহিদুজ্জামান সেলিম মোবাইল প্রতিকে মোট ৮৩৪২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি এস কে সালাউদ্দিন বুলবুল সিডল (ধানের শীষ) মোট ভোট ৭১২৮ এর থেকে ১২১৪ ভোট বেশি পেয়েছেন। অপর দুই প্রার্থী জাহিদুল ইসলাম নারিকেল গাছ প্রতিকে পেয়েছেন ২০৮৯ ভোট এবং শাহাজান আলী নৌকা প্রতিকে পেয়েছেন ২০৩৮ ভোট।
১৮৮৩ সালে প্রতিষ্ঠিত পৌর সভাটির ৪২ তম মেয়র হলেন সহিদুজ্জামান সেলিম। প্রকাশ থাকে যে, মহামারী করোনা কালে তিনি পৌরসভার প্রতিটি পরিবারের নিকট অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তাঁর সেবা ও সহযোগীতার ফসলই এই নির্বাচন বলে মনে করছেন পৌরবাসী।
সহিদুজ্জামান সেলিম সকলকে সাথে নিয়ে ঐতিহ্যবাহী পৌরসভাটিকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।পৌরসভাটির মোট ভোটারের সংখ্যা ২৭৪৯৩ এবং মোট ভোটার উপস্থিতি ১৯৮৯৮ জন। উপস্থিতির শতকরা হার ৭২.৩৭%।