মহম্মদপুর উপজেলায় পাখি ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ - আহত ৭

আবু নাঈম কাজী,মহম্মদপুর মাগুরা: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের বাঁশো গ্রামে পাখি ধারাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়।আজ আনুমানিক সকাল সাড়ে ৮ টার সময় বাশো গ্রামের আজিজার মোল্যার পোষা পাখি রাসেলদের বাড়িতে আসার রাসেল ধরে পাখি টাকে। রাসেল পাখিটাকে কেন ধরেছে এই নিয়ে নিজেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আজিজার মোল্ল্যার গ্রুপ ও বাবলু ( মেম্বারের)  গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উক্ত সংঘর্ষে বাবলু মেম্বার গ্রুপের ৫ জন আহত হয়।এরা হলো ১.কবির মোল্যা (৩৮) এর মাথায় আঘাত ২. জিবলু  মোল্যা মাথায় আঘাত ৩. কিবির মোল্যা হাত ও পায়ে আঘাত ৪.কুটি মিয়া মাথায় আঘাত ৫.ছিয়ারন বেগম আহত এবং আজিজার মোল্ল্যা গ্রুপের ২ জন আহত হয়। এরা হলো ১ আজিজার মোল্ল্যার বাম কাধে আঘাত ২.সবুরা বেগম  আহত। উভয় পক্ষের আহতদের কে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায় এই দুই গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা রয়েছে।

এ ব্যাপারে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, পাখি ধারাকে  কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।সকলেই মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট  সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত পূর্ক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ