মোঃ নাঈম হাসান ঈমন স্টাফ রিপোর্টার
ঝালকাঠির রাজাপুরে সোহাগ সিকদার নামে এক দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার গালুয়া এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ উপজেলার গালুয়া বাজার এলাকার মৃত খলিল সিকদারের ছেলে। পুলিশ বলছে, ২০১৩ সালে বিদ্যুৎ আইনে সোহাগ সিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিদ্যুৎ বিভাগ। সেই মামলা আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড সহ ১০ হাজার টাকা অর্থদÐ আনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন। এরপর থেকে দীর্ঘদিন সে পলাতক ছিল। রাজাপুর থানা ওসি শহিদুল ইসলাম জানান, সোহাগ সিকদারকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।