নাগরপুরে ফিটনেস বিহীন বাস চাপায় ১ ব্যবসায়ীর মৃত্যু

 নুরু ব্যাপারি
টাঙ্গাইল জেলা সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে ফিটনেস বিহীন এসবি লিং এর চলন্ত বাসের চাপায় পৃষ্ট হয়ে নুরু বেপারি (৭০) নামের এক ব্যবসায়ীর ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেছে। রবিবার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতবর কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টায় মামুদনগর বাজার থেকে বাড়ি উদ্দ্যেশে রওনা দেয় নুরু বেপারি। সে পুষ্টকামরী এলাকায় পৌছলে ঢাকা  থেকে ছেড়ে আসা ফিটনেস বিহীন এবং অদক্ষ ড্রাইভার দ্বারা চালিত দ্রুতগ্রামী এসবি লিংক একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব- ১১-৭০২১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ ও দূর্ঘটনা কবলিত বাসটি উদ্বার করে থানায় নিয়ে যায়। তবে বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ