মানিকগঞ্জ পৌরসভা মা ও দুই সন্তানের রহস্যজনক মৃত্যু, এলাকায় শোক

আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় শিখা আক্তার (৩৫) নামে এক নারী ও তাঁর দুই শিশু সন্তান আরাফাত ইসলাম (৯) ও সাইফ আবরার (৩)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের বিবরণ
মঙ্গলবার সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে একটি দোতালা  ভবনের  দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিক তদন্ত, পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অ্যানিমেলিয়াম ফসফাইড নামের বিষের একটি বোতল উদ্ধার করা হয়েছে, যা সাধারণত কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। 
ধারণা করা হচ্ছে, শিখা আক্তার নিজের সন্তানদের বিষ খাইয়ে পরে নিজেও বিষপান করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পারিবারিক প্রেক্ষাপট নিহত শিখা আক্তার মানিকগঞ্জের শাহীনের স্ত্রী। শাহীনের বাড়ি হরিরামপুর উপজেলার আন্দারমানিক  গ্রামে। দেওয়ান শাহীন মালয়েশিয়া প্রবাসী, শিখা আক্তার  সন্তানদের নিয়ে মানিকগঞ্জে ভাড়া বাসা থাকেন। স্থানীয়দের দাবি, পারিবারিক অশান্তি ও মানসিক চাপে এ ঘটনা ঘটতে পারে।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য স্থানীয়রা জানিয়েছেন, সোমবার   রাত ৯ টা দিকে বিদ্যুৎ বিলের কাগজ দেওয়ার জন্য দরজার সামনে যান কোন সারাশব্দ না পেয়ে চলে আসেন,পরের দিন মঙ্গলবার সকালে আবার যান, পড়ে জানালা দিয়ে দেখেন  তিনটা লাশ পড়ে রয়েছে। পরে তাঁরা চিৎকার দিয়ে  দৌড়ে আসেন। কিন্তু দরজা বন্ধ থাকায় কেউ ঢুকতে পারেননি। শনিবার সকালে পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও প্রশাসনের বক্তব্য মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, ''প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পারিবারিক অশান্তি ছিল, যা হয়তো এ ঘটনার কারণ হতে পারে।''তিনি আরও বলেন, ''ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।''
এলাকায় শোকের ছায়া খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভিড় জমে যায়। মা ও দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় সবাই গভীরভাবে শোকাহত ও মর্মাহত। পরবর্তী পদক্ষেপ মরদেহগুলো মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ