যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-১


জাকির হোসেন।। যশোরে ভারতে পাচারের সময় ৬৯৭ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানার বাসিন্দা।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯৭ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক নামে একজনকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য- ১,১১,১১,৫৭৪/- (এক কোটি এগার লক্ষ এগার হাজার পাঁচশত চুয়াত্তর টাকা।এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চত করে বলেন,এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ