বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন


নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তার পাশে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শত-শত মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় এক ষ্ট্যাম্প ভেন্ডার তন্ময় চাষী বিদ্যালয়ের প্রায় ৬১ শতাংশ জায়গা জোর করে দখল করেছেন। একই সঙ্গে বিদ্যালয় সংলগ্ন সড়কের দু’পাশে থাকা অর্ধশতাধিক ছোট-বড় গাছ কেটে নিয়েছেন তিনি।


মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান, সহকারী প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ খান, সহকারী শিক্ষক আমিনুল হক, লুৎফর রহমান, জয়নাল আবেদীন, শিক্ষার্থী অভিভাবক গোলাম কিবরিয়া, আব্দুর রব, নূরুল হক, রহমত আলী, শাজাহান মিয়া, মন্টু মিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনামিকা আক্তার প্রমুখ। এ সময় এলাকাবাসী বলেন, সড়কের পাশের গাছগুলো কেটে নেওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। একই সঙ্গে এসব গাছ না থাকায় হাওরের ঢেউ থেকে সড়কটি আর সুরক্ষিত থাকবে না। ফলে ভবিষ্যতে চলাচল ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তন্ময় চাষী বলেন, স্কুলের নিকটে আমার প্রায় ৬০০শতক (৬০ কাটা) জমি রয়েছে,সেই জমি গুলিই আমার দখলে এবং এগুলোর বৈধ কাগজপত্র আমার কাছে আছে। আমি স্কুলের জায়গা দখল করিনি। আর গাছ কাটার বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে তাহা সম্পুর্ণ মিথ্যা। 


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ