মোহনগঞ্জে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ 
নেত্রকোণার মোহনগঞ্জে বিস্ফোরক, নাশকতা মামলায় ৬নং সুয়াইর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কামরুল হাসান সেলিমকে  গ্রেফতার করেছে পুলিশ।আজ  (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের আদর্শনগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিম, নেত্রকোণা-৪ (মদন,মোহনগঞ্জ,খালিয়াজুড়ি) আসনের সাবেক (এমপি) সাজ্জাদুল হাসানের চাচাতো ভাই ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম দৈনিক কালবেলা পত্রিকা'কে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত  ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের সদস্য। বিস্ফোরক নাশকতা মামলায় গ্রেপ্তার করে দুপুরে থাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ