কেশবপুর (যশোর) সংবাদদাতা: কেশবপুরে ভেজাল দুধ তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে ৩ ভেজাল দুধ ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ নেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাথরঘাটা মনোহরনগর গ্রামের ঘোষপাড়ার ভেজাল দুধ উৎপাদন খামারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তিনি সঞ্জয় ঘোষের ছেলে জয়দেব ঘোষ, সন্তোষ ঘোষের ছেলে শয়ন ঘোষ ও রবিন ঘোষের ছেলে সজীব ঘোষের খামারের দুধ পরীক্ষা করে দুধে জেলি, তেল ও নিষিদ্ধ পাউডারের মিশ্রন সনাক্ত করেন। ভেজাল দুধ উৎপাদনসহ বিক্রির প্রস্তুতিকালে তাদের হাতেনাতে ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ২০০৯ মোতাবেক প্রত্যেকের ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় ভেজাল দুধ তৈরির উপকরণ সমুহ উদ্ধারপূর্বক জনসম্মুখে বিনষ্ট করা হয়। এসময় তার সাথে ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলকেশ কুমার সরকার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ নেওয়াজ বলেন, গুরুত্বপূর্ণ এই ধরণের শিশু খাদ্যসহ খাদ্য পণ্যে যারা ভেজাল মিশ্রিত করে বাজারে বিক্রির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এধরণের কোনো অপরাধ সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।