সাতক্ষীরায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে পৌর নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
আগামী ১৪ ফেব্রুয়ারী সাতক্ষীরা পৌর নির্বাচনে
আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শেখ নাসেরুল হকের পক্ষে ভোট প্রার্থনায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দিনভর গনসংযোগ করা হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ কর্তৃক নির্ধারিত সাতক্ষীরা পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডে গত ৬ ফেব্রুয়ারী-২০২১ শনিবার বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশের নেতৃত্বে দিনভর অনুষ্ঠিত গণসংযোগে অংশ গ্রহণ করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সহ-সভাপতি মাষ্টার শফি উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রহমান হাবিব, যুগ্নসাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যাপক আমিনুর রহমান, শংকর দাশ, আহসান হাবিব, আসাদুল হক, সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার
ও মামুন বিশ্বাস, অর্থ সম্পাদক মোহাম্মাদ হাফিজ, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাষ্টার আব্দুল আওয়াল, বন ও পরিবেশ সম্পাদক মোখলেছুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাহারুল ইসলাম সাদী,  সহ-সাংগঠনিক সম্পাদক শংকর দাস, সদর উপজেলা যুগ্ন-আহবায়ক মাষ্টার মফিজুল ইসলাম  আব্দুস সালাম সরদার ও গোলাম এজদানী, আব্দুল আলিম প্রমুখ। 

গণসংযোগকালে নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের ভোট দিয়ে মেয়র পদে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ