আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: বড়লেখা উপজেলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন এসে পৌছালে তা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা ও করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি মোঃ শামীম আল ইমরান ও অত্র কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস। বড়লেখা উপজেলায় প্রথম পর্যায়ের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিনের ৪০০০ ডোজ এসেছে।এ ধাপে আগামীকাল থেকে ৫৫ বা তদুর্ধ বয়সী এবং সম্মুখ সারির করোনা যোদ্ধাদের টিকাদান কার্যক্রম শুরু হবে।