সুমন হোসেন ,যশোর জেলা প্রতিনিধি:
যশোরের দুইটিসহ দেশের ৪৯টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। পুরাতন সরকারি এসব প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের অধ্যাপকরা।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের এসব কলেজে পদায়ন দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যশোর এম এম কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন রাজশাহী সরকারি কলেজের অধ্যাপক আব্দুল মজিদ। যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হয়েছেন যশোর সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফ-উদ-দৌলা। খুলনা মজিদ মেমোরিয়াল সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হয়েছেন সাতক্ষীরা শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ তন্ময় কুমার সাহা। খুলনা সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ হয়েছেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক মিজানুর রহমান। খুলনার পাইওনিয়ার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ঝর্ণা হালদার। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ এ কে এম সাইফুর রশীদ।