আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃবাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত করোনা ভাইরাস প্রতিরোধে তৈরীকৃত টিকার প্রথম চালান আশাশুনি এসে পৌছেছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়াত এর নির্দেশে জেলা ইপিআই স্টোর থেকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা পাঠানো হয়। প্রথম চালানে অগ্রাধিকার ভিত্তিতে ৮১২০ জন ব্যক্তির শরীরে প্রয়োগ করার জন্য বরাদ্ধকৃত টিকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার গ্রহন করেন। এসময় তিনি বলেন, টিকা সংরক্ষণের নিমিত্তে যথাযথ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। টিকা প্রদানের জন্য স্বাস্থ্যকর্মী ও সেবীকাদের প্রশিক্ষণ দিচ্ছি। আগামী ৭ ফেব্রুয়ারী থেকে আমাদের টিকাদান কার্যক্রম শুরু হবে। এসময় অগ্রাধিকার ভিত্তিতে টিকা গ্রহনে ইচ্ছুক ব্যক্তিদের টিকা নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করার অনুরোধ জানান ডাঃ সুদেষ্ণা সরকার। টিকা গ্রহনকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার স্টাফ রিপোর্টার মীর আবু বকরসহ হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।