আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃতৃতীয় ধাপের পৌর নির্বাচনে, অনিয়মের অভিযোগে সাতক্ষীরা জেলার কলারোয়াসহ তিনটি পৌরসভার বেসরকারি ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে নির্বাচন কমিশনার কবিতা খানম সূত্রে জানা গেছে,
তিনি জানান, এই তিন পৌরসভা নির্বাচনের বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সোমবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ফল স্থগিত রাখা পৌরসভাগুলো হচ্ছে সাতক্ষীরা'র কলারোয়া, ঝালকাঠীর নলছিটি ও টাঙ্গাইলের ভূঞাপুর।নির্বাচন কমিশনার কবিতা আরো খানম বলেন, 'তৃতীয় ধাপে কয়েকটি পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা সামান্য বিঘ্ন ঘটার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলি দেখে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটেছে, কারা ঘটিয়েছে, কেন ভঙ্গ হলো এবং এ বিষয়ে কারা দায়ী এই বিষয়গুলোর ওপরে তদন্ত করে একটি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।উক্ত প্রতিবেদন পাওয়ার পর যদি দেখা যায় যে, অপরাধ ঘটেছে, তাহলে যে পদক্ষেপ নেওয়া দরকার, তা আমরা নেবো।
প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দরকার হলে ফৌজদারি বা নির্বাচনি আইনে মামলা দায়ের করবো। চতুর্থ ও পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, 'চতুর্থ ধাপে ৫৬টি এবং পঞ্চম ধাপে ৩১টি পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে রংপুর ও রাজশাহী বিভাগের যেখানে যেখানে নির্বাচন অনুষ্ঠিতরহবে, সেখানকার ডিসি, এসপি, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের সঙ্গে অনলাইনে মিটিং করেছি।
এ মিটিংয়ে আমার সঙ্গে ইসি সচিব যুক্ত ছিলেন। ভোট যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে যাতে নিয়ন্ত্রণ করা হয়, সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এর আগে রাজশাহী বিভাগের নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে বলে তারা বৈঠকে জানিয়েছেন।