আমি একুশ দেখিনি ইত্তেহাদ

আমি একুশ দেখিনি
একুশের রক্তভেজা কৃষ্ণচূড়া দেখিনি
দেখিনি রক্তস্নাত রাজপথ
শহিদের আত্মা রূহের জগতে উঠতে দেখিনি
শুনিনি ভাষাপ্রেমীর স্লোগান
     "মোদের গরব মোদের আশা
         আমারিই বাঙলাভাষা"

আমি একুশ দেখিনি 
 ভাষার আর্তনাদ দেখিনি
দেখিনি ছাত্রদলের ওপর বর্বরতার চিত্র 
মাঝি-মাল্লা মন্ত্রী সান্ত্রীর ভাষাপ্রেমও দেখিনি
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের হাহাকার ধ্বনি শুনিনি
কেন এতো দুনিয়ায় আসলাম!

আমি একুশ দেখিনি 
রফিক জব্বার সালামের বিপ্লব দেখিনি
দেখিনি বক্ষে আঁকা বাংলা মায়ের ছবিও
বায়ান্নর একুশ দেখিনি 
তবে স্বাধীন ভাষা পেয়েছি 
তাই ভাষাতেই খুঁজি প্রাণ!

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ