মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল:
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ২৫ বছরের কুমারী কে অপহরণের মূল হোতা মো: আশিক শেখ,ওরফে ডিউক ২৮/ গ্রেফতার করেছে লোহাগড়া থানার এস আই তৌফিক হাসান,ও এ এস আই তপন কুমার কুন্ডু।
এজাহার সূত্রে জানা যায়,গত২১/১/২০২১ তারিখ: রাত ১ টা ৩০ মিনিটের দিকে সাংবাদিক পরিচয়ে জরুরী কথা আছে বলে ওই কুমারীর ঘরের দরজা খুলতে বলেন,
এরপরে দরজা খুলে দেয় ওই কুমারী এসময় ১ নং মোঃ আশিক শেখ ওরফে ডিউক, ২ নং অনু শেখ,৩ নং জাকির শেখ,৪ নং লেলিন শেখ,৫ নং হেলাল সরদার,সর্ব সাং কুমড়ি পশ্চিম পাড়া ও ৬ নং জান্নাত শেখ, অজ্ঞাত আরও ৩/৪ জন,ওই কুমারীর ঘরে ঢোকে,এবং কুমারীর মুখ,হাত,পা, বেধে ইঞ্জিল চালিত ইজি ভ্যানে উঠিয়ে নিয়ে যায়।
এরপর কুমারীর পিতা:২২/১/২০২১/ তারিখে: মরফুক আলম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এই মামলার তদন্তকারী এস আই তৌফিক হাসান ৭/২/২০২১ তারিখ: ওই কুমারী কে উদ্ধার করেন। এবং আসামিরা পালিয়ে যায়।
উক্ত আসামির মূল হোতা আশিক ওরফে ডিউক কে ২০/২/২০২১/ তারিখে : দুপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার এস আই তৌফিক হাসান বলেন আসামি ডিউক কে থানা হাজতে রাখা হয়েছে, অন্য সকল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে । লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন, আসামি আশিক কে আদালতে প্রেরণ করা হবে।