সিরাজগঞ্জ রতন কান্দিতে মাটি ভরাট কাজের ও কম্বল বিতারণের শুভ উদ্বোধন

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জ। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় রতনকান্দি চিলগাছাতে এক কিঃ মিটার নতুন রাস্তার মাঠি ভরাটের কাজের উদ্বোধন করেন ও  দুই শত  শীতার্তদের মাঝে  কম্বল বিতরণ করেন কাজিপুর- ১ আসনের সংসদসদস্য তানভির শাকিল জয় এমপি এসময় আর উপোস্থিত ছিলেন সাবেক জেলা আঃমীযুব লীগের সাধারণ সম্পদকক আব্দুল হাকিম, জেলা পরিষদের সদস্য গোলাম রব্বনী তালুকদার, রতন কান্দি ইউনিয়ন আঃমী লীগের ভার প্রাপ্ত সভাপতি ছাইদুল ইসলাম জুরান সহ বিভিন্ন ইউনিয়ন আঃমী লীগের সভাপতি সাধারণ সম্পদকক ও সহযোগী সংগঠনের নেতা কর্মি। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন   রতনকান্দি ইউনিয়নের সাবেক ছাএ লীগের প্রতিষ্ঠাতা নুরে আলম রতন। এ সময় রাস্থার কাজের উদ্বোদন ও কম্বল বিতারণ শেষে মরহুম নাসিমের আত্তার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ