সেলিম চৌধুরী, রিপোর্টারঃ-আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আবুল মনসুর নোমান ব্যাপক গনসংযোগ করেছেন।শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের দক্ষিণঘাটার পেয়ার মোহাম্মদ বাড়ি, চৌধুরী বাড়ি, মুন্সি বাড়ি, পাইকপাড়া, নয়া পুকুরের পাড়, মল্ল চাঁদের বাড়ি এলাকায় গনসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় তার সাথে ছিলেন, সমাজসেবক আবু তৈয়ব, মুহাম্মদ নাইম, আবদুস সালাম, দিদারুল আলম, আবুল হোসেন, আবদুল হাকিম, রিফাত, সানজিদ, আশফাক, আজম, বাবলু, ইবলু প্রমুখ।
৬ নং ওয়ার্ডকে মাদকমুক্ত, ও মাদকসেবনকারী প্রতিরোধ, সালিসি বানিজ্য বন্ধ, হয়রানি মুক্ত সেবা নিশ্চিতকরন, আধুনিক ও সম্প্রিতির ওয়ার্ড গড়ে তোলতে মনসুর নোমানকে ডালিম প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। ওয়ার্ডের হারানো ঐতিহ্য, গৌরব, মযার্দা ফিরিয়ে আনারও আহবান জানান। তিনি এলাকাবাসীর প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলেন, এলাকার সার্বিক পরিবর্তন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন সাধনের লক্ষে ডালিম প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার।