আশাশুনিতে কোভিড-১৯ এর টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম


আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা নিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। রবিবার সকালে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ ভ্যাকসিন কর্নার থেকে তিনি এ টিকা গ্রহণ করেন।এসময় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আশাশুনি পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সদস্য গোলাম মোস্তফা,মইনুল ইসলাম,শেখ বাদশা,জলেমিন হোসেন,ফায়জুল কবীর, মুকুল শিকারি কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা গ্রহণ করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ইপিএল দীলিপ কুমার ঘোষ জানান, সপ্তম দিনে রেজিষ্ট্রেশনকৃতদের মধ্যে ৮৪ জন টিকা গ্রহন করেছে। আজ পর্যন্ত মোট রেজিস্ট্রেশন করেছে ৭০৮ জন এরমধ্যে টিকা গ্রহণ করেছে ৫৯২ জন। প্রতিনিয়ত রেজিস্ট্রেশন সম্পন্ন ও টিকা নেওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ