স্টাফ রিপোর্টার: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এমপি প্রতিনিধি আমিনুর রহমান। জানা যায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন এবং তাদের খোঁজ খবর নিচ্ছেন অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ,বর্তমান এমপি প্রতিনিধি ও চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান ।প্রতিনিয়ত ছুটে চলেছেন সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ।ব্যাস্ত সময় পার করছেন এই জনদরদি নেতা ,তারই ধারাবাহিকতায় গতকাল (১৪ ফেব্রুয়ারি) রবিবার সন্ধ্যায় অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোয়ালহাটি গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গরিব, দুঃখীর বন্ধু জনপ্রিয় এই নেতা। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, এমপি প্রতিনিধি আশরাফুল ইসলাম ময়না, আওয়ামী নেতা আব্দুল মাজিদ, ইমামুল হক, ভুট্টো,মিজান, আঃ করিম, আনোয়ার, যুবলীগ নেতা মহসীন আলী, আজিজুর রহমান সহ দেড় শতাধিক নেতাকর্মী।
