কাউকে আর দিসনে রে তুই
যখন তখন ধোকা,
জানিস না নিজেই
নিজে কত বড় বোকা।
সৎ নিয়তে সঠিক পথে
সোজা ভাবে চল
তাতেই পাবি খোদার রহম
তাতেই পাবি ফল।
শয়তানের ইচ্ছামত নিজেই যখন চলিস
মুখে মুখে আল্লাহর নাম
কেন তবে বলিস?
লেবাস পরে আছিস যদি
মুখে লম্বা দাঁড়ি
ভেবেছিস কি একটি বারও
কেমনে দিবি মহাসমুদ্র পাড়ি?
মানুষের সাথে আল্লাহকেও
দিয়েছিস তুই ধোকা
জানিস না রে অভাগা তুই
কত বড় বোকা!
