কলিন চন্দ্র( ইতু) রায়,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার টাঙ্গন মৎস্য অভয়াশ্রমে আজ বৃহস্পতিবার ২ ঘটিকার সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন এবিসিডি সংগঠনের সভাপতি সুজয় চক্রবর্তী,সাধারণ সম্পাদক অনিল রায়,মৎস্য অভয়াশ্রমে সার্বিক পরিচালনায় দায়িত্বরত নন্দন বর্মন (ঝড়ু), আনন্দ রায়, চন্দন রায়, ধনী চন্দ্র বর্মন কৃষ্ণ চন্দ্র বর্মন, রিপন চন্দ্র বর্মন প্রমুখ। এছাড়াও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রাব্বে হাবীব উপস্থিত ছিলেন।ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী মৎস্য অভয়াশ্রমটি অবস্থিত শ্রী শ্রী কালী মন্দির ফারাবাড়ী সংলগ্ন। মৎস্য অভয়াশ্রমের আয়তন প্রায় ১ হেক্টর। মৎস্য অভয়াশ্রমের সম্পূর্ণ দেখা শুনা করেন এবিসিডি নামে এক সংগঠন।
এ সময় সংগঠনের সভাপতি সুজয় চক্রবর্তী জানান, আমাদের এবিসিডি সংগঠনের সহায়তায় ৮০০ মিটার দীর্ঘ মৎস্য অভয়াশ্রমটির সদস্যরা নিয়মিত দেশী মাছ সংরক্ষণের কার্য়ক্রম চালিয়ে যাচ্ছে এবং খাদ্য প্রদান করেন। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, মৎস্য
অভয়াশ্রমটি উন্নয়নে সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস দেন।