কুষ্টিয়া জেলা প্রতিনিধি //কুষ্টিয়া দৌলতপুরে বেসরকারি টিভি চ্যানেল নিউজ ২৪ এর ভিডিও জার্নালিস্ট ও জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাকিব হাসানের ওপর হামলা ঘটনায়,দায়ের করা মামলায় বাপ ছেলে পলাতক, উল্লেখ্য দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে কাছে সরকারি জমি অবৈধভাবে দখল করে মাটি ভরাট করছে কিছু লোকজন এমন সংবাদের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে, এলাকা বাসী জানায় সরকারি রাস্তার জমিতে অবৈধভাবে মাটি ভরাট ও দখল নেওয়ার চেষ্টা করছে হাবিবুর রহমান হাবু নামের জৈনোক ব্যাক্তি, এসকল তথ্য প্রমান অনুযায়ী সাংবাদিক রাকিব হাসান হাবিবুর রহমানের সাক্ষাৎকার নিতে গেলে, সাক্ষাৎকার না দিয়ে হুমকি ধামকি দিতে থাকে এক পর্যায়ে সাংবাদিক রাকিব ক্যামের বের করলে হাবিবুর রহমানের হুকুমে ছেলে শান্ত এগিয়ে এসে হামলা চালায় ।
এবিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছিলো এবং পরবর্তী সময়ে একাধিক বার তদন্ত করে, হাবিবুর রহমান হাবু ও তার ছেলে শান্তর নামে সহ অজ্ঞাত ৩/৪ জনের নামে মামলা দায়ের হয় মামলা নং- ৩৩/৭৭ তার পর থেকেই বাপ ছেলে দুইজনে এলাকা থেকে উধাও বলে জানান মামলার আই ও অরুন কুমার দাস ।
মামলা দায়ের হওয়ার বিগত কয়েক দিন পার হলেও আসামীদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি, কোন অদৃশ্য করনে তা নিয়ে হতাশ দৌলতপুরের সংবাদিক সমাজ।
অন্য দিকে সাংবাদিক রাকিব হাসানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন দৌলতপুরের কর্মরত সাংবাদিক সমাজ এবং তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন।