মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী সভা

আহসান উল্লাহ বাবলু,, আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধিঃ আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ নাসেরুল হকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার কার্যালয়ে মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভায় মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ শাফি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আলী, সদস্য নাজমুন নাহার মুন্নি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবু সাঈদ, মো. আবু তালেব, আব্দুস সেলিম, সহ সভাপতি হাজী মহসিন মোল্লা, সাধারণ সম্পাদক আনছারুজ্জামান, মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি আব্দুল আলিম সরদার, মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক তৈয়েবুর রহমান, প্রচার  ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল আলম, সদস্য বেলায়েত হোসেন, জলিল পেশকারসহ কমিটির নেতৃবৃন্দ। এসময় বক্তারা আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ