আশাশুনিতে সাংবাদিক বিএম আলাউদ্দীনকে জীবননাশের হুমকি

আহসান উল্লাহ বাবলু  আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি:নিউজ প্রকাশ ও নিউজ সংক্রান্ত ফেসবুক পোস্টে কমেন্ট করায় আশাশুনিতে সাংবাদিক বিএম আলাউদ্দীনকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ০৬.৩৪ মিনিটে ০১৭১৭৭৭১৪৫৯ নাম্বার থেকে ধান্যহাটি গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে ও তার স্ত্রী নাজমা বেগম এ জীবননাশের হুমকি ও গালিগালাজ করেন। সাপ্তাহিক জনতার মিছিল, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মশাল ও যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার আশাশুনি প্রতিনিধি এবং আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক বি এম আলাউদ্দীনকে একটি ফেসবুকে স্ট্যাটাসের কমেন্ট এর সত্যতা প্রকাশ করায় তাকে এ হুমকি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত ২০১৮ সালের ৮ ই ডিসেম্বর শনিবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় "আশাশুনিতে চড়া সুদের জালে জড়িয়ে নিঃস্ব বহু সংখ্যালঘু অসহায় পরিবার" কালের চিত্র পত্রিকায় "আশাশুনিতে নাজমার চড়া সুদের জালে বহু সংখ্যালঘু পরিবার" আজকের সাতক্ষীরা পত্রিকায় "আশাশুনিতে সুদের চক্রবৃদ্ধির চক্রে নিঃস্ব হয়েছে কয়েকটি পরিবার" যুগের বার্তা পত্রিকায় "আশাশুনিতে সুদের কারণে নিঃস্ব হয়েছে কয়েকটি পরিবার" সাতনদী পত্রিকায় "আশাশুনির ধান্যহাটিতে বহু সংখ্যালঘু পরিবার নাজমার চড়া সুদের জালে জড়িয়ে নিঃস্ব" দৈনিক কাফেলা পত্রিকা "আশাশুনিতে সুদের চক্রবৃদ্ধির চক্রে নিঃস্ব হয়েছে কয়েকটি সংখ্যালঘু পরিবার" শিরোনামে সংবাদ প্রকাশিথ হয়। ২০১৯ সালে ৪ জানুয়ারি শুক্রবার দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় "আশাশুনি থানা পুলিশের সহায়তায় চড়া সুদের কবল থেকে মুক্তি পেল কয়েকটি অসহায় পরিবার" ২৪ জানুয়ারি বৃহস্পতিবার দৃষ্টিপাত পত্রিকায় "জেলা প্রশাসকের গণশুনানিতে উপকৃত হচ্ছেন জেলার ভুক্তভোগী জনগণ"। ৫ ফেব্রুয়ারি শনিবার কালের চিত্র পত্রিকায় "সুদের জালে জড়িয়ে নিঃস্ব করেও ক্ষান্ত হয়নি আলোচিত সুদে মহজন নাজমা। ৭ ই ফেব্রুয়ারি দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় "নিঃস্ব পরিবার গুলোকে ঘরে আগুন দেওয়ার মিথ্যা মামলায় জড়ানোর পাঁয়তারা" শিরোনামে নিউজ প্রকাশিত হয়। সেখান থেকেই সাংবাদিক বিএম আলাউদ্দিনসহ অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানো সাংবাদিকদের ওপর বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসে সুদে কারবারী পরিবারের সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত বুধবার সাংবাদিক বিএম আলাউদ্দীনের মোবাইল ফোনে কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দেয় আলোচিত রশিদ সরকারের স্ত্রী সুদে মহাজন নাজমা বেগম ও তার পুত্র। সংবাদিক বিএম আলাউদ্দীনের জীবনের নিরাপত্তা ও অসহায় পরিবার গুলোকে রক্ষা করতে সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক বি এম আলাউদ্দীন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ