মহম্মদপুর (মাগুরা)প্রতিনিধি: মাগুরার জেলার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া পিরুওলী গোরস্থান মাদ্রাসায় তিনতলা ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এলাকাবাসীর অর্থায়নে নির্মিত নতুন এ ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাহেব আলীর সভাপতিত্বে ভবন উদ্বোধন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নড়াইল কালিয়া পিবেলী খানকাহ শরীফের পীর সাহেব অধ্যক্ষ আলহাজ্ব মাহমুদুল হক। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরপাচুড়িয়া গ্রামের সন্তান মহম্মদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ নুরুন্নবী ছামদানী, মহম্মদপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেজবাউল ইসলাম, চরপাচুড়িয়া সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাঈদুর রহমান,সাবেক মেম্বার সবুর মোল্যা, মনসুর খাঁন, ইনামুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।