ডা.এম.এ.মান্নান
টাংগাইল জেলা প্রতিনিধি:টাংগাইল জেলা কওমী ওলামা পরিষদ অধিভুক্ত নাগরপুর উপজেলা সহবতপুর ইউনিয়ন কওমী ওলামা পরিষদ এর উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার,১৩ ফেব্রুয়ারি ২০২১ খ্রি.বিকালে সহবতপুর দক্ষিন স্কুল মাঠে নাগরপুরের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মো.আলী আকবর (দা.বা) এর সভাপতিত্বে সহবতপুর কওমী ওলামা পরিষদের প্রথম বার্ষিক ইসলামী মহা সম্মেলন/তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান মেহমান হিসাবে তাফসির পেশ করেন,বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা,ঢাকা বাইতুর মামুর জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতী হাসান জামিল (দা.বা)।
বিশেষ মেহমান হিসাবে তাফসির পেশ করেন ধুরেরচর মাদ্রাসা টাংগাইল এর প্রধান মুফতী হযরত মাওলানা মুফতী আব্দুল রহমান (দা.বা),
নাগরপুর উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম আমিনী (দা.বা)।
নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হযরত মাও.মো.ইলিয়াছ (দা.বা) ও নাগরপুর উপজেলা কওমী ওলামা পরিষদেনপরিষদের যুগ্ন সাধারন সম্পাদক হযরত মাও. মুফতী হারুন অর রশিদ রাহমানী (দা.বা)
ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্হিতি ছিলেন-নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো.আনিসুর রহমান(আনিস)।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিতি ছিলেন নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন)।
সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সেক্রেটারি মো.আবুল কালাম আযাদ।
আরও উপস্হিতি ছিলেন, সহবতপুর ইউনিয়ন কওমী ওলামা পরিষদের সভাপতি মাও.মো.ফজলুর করীম,সাধারন সম্পাদক হাফেজ মো.আবু হুরায়রা, সভাপতি হাফেজ মো.রাশেদুল ইসলাম সহ নাগরপুর, সহবতপুর ইউনিয়নের তৌহিদী ধর্মপ্রান মুসলাম বৃন্দ।
