কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি স্বশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে কুলাউড়া সরকারি কলেজ শহীদ মিনারে কুলাউড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সংগ্রামী সহ সভাপতি রেজাউল আলম ভূঁইয়া খোকন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কাওছার আমীর বাবুল, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, সহ সাধারণ সম্পাদক কাওছার আহমেদ বাপ্পু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অলি খন্দকার,

কুলাউড়া উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহবায়ক সুলতান আহমদ টিপু , সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল , পৌর ছাত্রদলের সদস্য সচিব রাহাতুজ্জামান জনি, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার সহ উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়কবৃন্দ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়কবৃন্দ ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়কবৃন্দ সহ নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ