এস.এম অলিউল্লাহ স্টাফ রিপোর্টার:গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ টেলিভিশন (অনলাইন) এর প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রাসেল। এ সময় আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, তুরাগ টেলিভিশন (অনলাইন) এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান। কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. সোহেল রানা, শিমুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম শিমুলসহ কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
এসময় ফিতা কাটার মাধ্যমে তুরাগ টেলিভিশনের কার্যালয় উদ্বোধন করা হয়। পরে তুরাগ টেলিভিশনের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া শেষে মিষ্টি খাওয়ানো হয়।