ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক বিশ্বাস আর নেই

মোঃ ইকরামুল করিম, ঝিকরগাছা প্রতিনিধিঃঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক বিশ্বাস বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক বিশ্বাস ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৬৬-১৯৭৪ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধকালীন সময়ে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন , এছাড়া তিনি সরকারী এম এম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন৷

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন এছাড়া ঝিকরগাছা বাসস্ট্যান্ড জামে মসজিদ কমিটির দীর্ঘদিনের সভাপতি, ঝিকরগাছা-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী'র চাচা।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ