দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ লাইনের উদ্বোধন ও চেক বিতরণ

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় প্রায় সাড়ে দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬৯ দশমিক ৯২৪ কিলোমিটার বিদ্যুৎ  লাইনের উদ্বোধন করেন।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।

 ১ হাজার ৬৬০ পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। প্রথম ধাপে বিদ্যুৎ সংযোগ পেয়েছে ২১৬ পরিবার। 
অপরদিকে একই অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পরিবেশ মন্ত্রী ৯৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ১১ লক্ষ টাকার শিক্ষা উপবৃত্তির চেক এবং প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ১০টি হুইল চেয়ার, ২টি হেয়ারিং এইড, ৫ টি সাদাছড়ি বিতরণ করেন।এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র সুবর্ণ নাগরিক কার্ড এবং বেদে, দলিত, হরিজনসহ অনগ্রসর সম্প্রদায়ের ১৫ জনকে নতুন বই প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:-পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।
উপস্থিত ছিলেন:-উপজেলা নির্বাহি অফিসার বড়লেখা মোঃ শামীম আল ইমরান এর সভাপতিত্বে অনষ্ঠানদ্বয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনাব সোয়েব আহমদ, জনাব মোঃ রফিকুল ইসলাম সুন্দর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বড়লেখা উপজেলা শাখা। জনাব মোঃ তাজ উদ্দিন , ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ বড়লেখা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ