নিজস্ব সংবাদদাতাঃ- জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বলেছেন পটিয়া পৌরবাসীর উন্নয়ন ও মঙ্গলের জন্য লাঙ্গল মার্কায় শামশুল আলম মাস্টার'কে ১৪ ফেব্রুয়ারী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানিয়েছেন।তিনি বলেন, শামশুল আলম মাস্টার একজন ভালো লোক তিনি নির্বাচিত হলে অতীতের ন্যায় উন্নয়ন দারা অব্যাহত থাকবে। নির্বাচনে বহিরাগত সন্রাসী যাতে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানান।তিনি ৮ ফেব্রুয়ারী পটিয়া দলীয় কার্য়লয়ে নির্বাচনে পরিবেশ খোঁজ খবর নিতে এসে দলীয় নেতা কর্মীদের ফুলের শুভেচ্ছা জানাতে গেলে উপরোক্ত কথা বলেন। মেয়র প্রার্থী শামসুল আলম মাস্টার বলেন দল বড় কথা নয় জনগনের দল আমি পটিয়া জনগনকে ভালোবাসি তারাও আমাকে ভালো বাসে।জীবনের শেষ নির্বাচন লাঙ্গল মার্কার ভোট দিয়ে নির্বাচিত করলে হয়রানি মুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা হবে তিনি সকলের সহযোগিতা দোয়া আশীর্বাদ কামনা করে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার বিশেষ অনুরোধ জানান।এসময় বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা জাতীয় পার্টি আহবায়ক বীর মুক্তি যোদ্ধা রফিক চেয়ারম্যান, কমিশনার নুরুল ইসলাম, কাজী খোরশেদ আলম, পৌর সহ সভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, মেয়র পুএ মাঈনুূদ্দীন মাঈনু, নাজিম উদ্দীন মজুমদার,বদিউল আলম প্রবাসী, জাহাঙ্গীর আলম মেম্বার, ডাঃ খোরশেদ আলম, দিদারুল, দিলীফ ঘোষ দিপু মেম্বার, ফয়জুল কবির চৌধুরী, হারুনর রশিদ, ইয়াকুব, কবির চৌধুরী, সাইফুর রহমান, নেজাাম সওঃ, ইকবাল মেম্বার, রমজান আলী, নুর হোসেন সওঃ,আবু ছিদ্দিক, রবিউল হাসান, রাজু, মনির চেয়ারম্যান, বিকাশ মিএ, রুপেশ সরকার, রতন শীল, নেজাম সওঃ নুরু সওঃ জসিম উদ্দিন বাবর,ফজলুল, মিজান,নজরুল প্রমুখ।